আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগ এর উপ-দপ্তর সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ এর আহবায়ক কমিটির সদস্য হাজী হাবিবুর রহমান হাবিব ।
১ নভেম্বর (সোমবার) দুপুর ১.২০ এ বিপুল সংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার মোঃ শাহ জালাল নিকট তার মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এসময় হাজী হাবিবুর রহমান হাবিব সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এম এ গফুর, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আরজু মিয়া বেনু। কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের অন্যতম সদস্য নাজিম উদ্দীন নাজিম, কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, শাক্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির, কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সদস্য সুরুজ, শক্তা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিয়াস আলমগীর ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন।