<< হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল পৌনে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর পাওয়ার প্ল‍্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান।

নিহতদের মধ্যে দুইজন নারী এবং চারজন পুরুষ। এখন পর্যন্ত তাদের নামপরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *