<< গত ২৪ ঘণ্টায় বগুড়ায় একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৯৬

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন করোনায় আক্রান্ত হয়ে এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন আরও ৯৬ জন।

সোমবার দুপুর ১২টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মৃতদের মধ্যে সাত জন বগুড়া জেলার এবং বাকি তিন জন অন্য জেলার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৯৬ জন। তাদের মধ্যে সদরে ৫৯, শাজাহানপুরে ১০, শেরপুরে সাত, কাহালুতে পাঁচ, গাবতলীতে চার, দুপচাঁচিয়ায় চার, নন্দীগ্রামে তিন, ধুনটে তিন ও শিবগঞ্জে একজন শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮০৫ জন। মারা গেছেন ৬০৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৮ জন। এখনও চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৪৭ জন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *