<< এবার জুম্মনগংদের দখলে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বিভিন্ন কারনে সমালোচনার শীর্ষে। কখনো শাহাবুদ্দীন, কখনো জুম্মনদের দখলে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট।

অবৈধ দোকান নির্মান থেকে শুরু করে অবৈধ সমিতি গঠন কি নেই এই মার্কেটে। ৪২০৩ রেজি: নাম্বার এ সমিতি কার? কে এই আউয়াল ও নিয়াজ মোর্শেদ উরফে জুম্মন। সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এ ১০ অক্টোবর ২০২১ সালে ৪২০৩ এ দোকান মালিক সমিতির কমিটির সভাপতি হন জনাব আলহাজ্ব আ: রহমান ও সাধারন সম্পাদক হন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। কমিটির মেয়াদ ৯/১০/২০২১-৮/১০/২০২৩ পর্যন্ত, কিন্তু গত ১৩ইং র্মাচ সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে ৪২০৩ এ দেখা যায় নতুন কমিটি আউয়াল ও নিয়াজ মোর্শেদ ওরফে জুম্মন কমিটি।

৪২০৩ কোন কমিটি বৈধ সে বিষয়ে ট্রেড ইউনিয়নের পরিচালক জনাব আসিক জানান, ৪২০৩ এর কথিত আউয়াল ও নিয়াজ মোর্শেদ কমিটির কোনো প্রকার বৈধতা নেই। ট্রেড ইউনিয়নের সত্যায়িত ছাড়া কোনো কমিটি বৈধ নয়। সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এর ৪২০৩ এর বৈধ কমিটির সভাপতি জনাব আলহাজ্ব আ: রহমান ও সাধারন সম্পাদক হন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

৪২০৩ এর সভাপতি জনাব আলহাজ্ব আ: রহমান বিজয় ১৬ টিভিকে জানান, এই প্রতারক চক্রের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *