<< দেশে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট বাজারজাত শুরু

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার টিকার পাশাপাশি দেশে করোনা আক্রান্তদের জন্য মুখে খাওয়ার ট্যাবলেট বাজারজাত শুরু হয়েছে। আমেরিকার তৈরি এই দুটি ট্যাবলেট হচ্ছে নিরমা ট্রেলভির ও রেটিনোভি। এই ওষুধ বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। পাঁচ দিন খেতে হবে এই ট্যাবলেট। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের সঞ্চালনায় ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা প্রতিরোধে ভ্যাকসিন দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আমাদের দেশে এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন দেশ লকডাউন দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ৩১ কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। যার মধ্যে ক্রয়ও যুক্ত আছে। এর মধ্যে প্রায় ১৭ কোটি ভ্যাকসিন আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি ভ্যাকসিন প্রথম ডোজ ও পাঁচ কোটি ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, জানুয়ারি মাস থেকে নতুন উদ্যোগে টিকা কার্যক্রম চালু হবে। প্রতিটি ওয়ার্ডে দেওয়া হবে এই টিকা। আমাদের দেশে ১৫ হাজার ওয়ার্ডে ২৮ হাজার বুথে ২০২২ সাল থেকে টিকা দেওয়া হবে। আমরা ৪ কোটি টিকা দিতে পারব। আমাদের টিকার কোনো অভাব নেই।

সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *