<< দেশে আরও একজনের নমুনায় ওমিক্রন শনাক্ত

করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে দেশে আরও এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে করোনার জিনোম সিকোয়েন্স ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) প্রতিষ্ঠানে জমা পড়া এক নমুনায় এই তথ্য জানা গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডি’র ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। তবে, নতুন আক্রান্ত ব্যক্তির কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সর্বশেষ ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা গত ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। ওই পুরুষ রোগীর বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় অবস্থান করছেন।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে পাঠানো করোনা ভাইরাসের জিনোমিক ডেটা জমা রাখছে জিআইএসএআইডি।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরনটি দেশের আরও দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সে হিসাবে এ নিয়ে দেশে মোট তিনজনের দেহে করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেল।

১১ ডিসেম্বর ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *