<< ডা. মুরাদ ও নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক এ মামলা করেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে এ মামলা করা হয়।

আদালত সূত্র জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন। তবে কোনো আদেশ দেননি। পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক বলেন, জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন ডা. মুরাদ। এটি শুধু জাইমার সম্মানহানি নয়। এটি পুরো নারী সমাজের জন্য অপমানজনক। এজন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে মামলা করেছি।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *