<< করোনায় মৃত্যুশূন্য দেশ

দীর্ঘ ১৭ মাস পর গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় কারও মৃত্যু হয়নি। বাংলাদেশে করোনায় আক্রান্ত ব্যক্তির কথা প্রথম জানা যায় গত বছরের ৮ মার্চ এবং প্রথম মৃত্যুটি ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দৈনিক মৃত্যুর পর আজই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো দেশ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১৭৮ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে দাঁড়িয়েছে।

এর আগের দিন বুধবার করোনায় দেশে মৃত্যু হয়েছিলো ৭ জনের। এছাড়া শনাক্ত হয়েছিলো ২৫৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে শনেক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *