অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজধানীর জাকের সুপার মার্কেট সমিতির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো। আর এ লক্ষ্যে মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বিশেষ সাধারণ সভা।
কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মার্কেটের মেয়াদোত্তীর্ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে গত সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মার্কেট সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ফিরোজ আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৬ ডিসেম্বর কার্যকরী কমিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় সমিতির সাধারণ সদস্যদের সর্ব সম্মতিক্রমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হয়। এতে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন আহম্মেদ, জাকের মার্কেট সমিতির সাধারণ সদস্য ওবায়েদুল্লাহ খান, আব্দুল হান্নানের নাম ঘোষনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নের উপ-পরিচালক আতাউর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, লালবাগ জোনের পুলিশের এ.ডি.সি কুদরত-ই খুদা, বংশাল থানার ওসি আবুল খায়ের প্রমুখ।