<< ঢাকায় এল সিনোফার্মের দ্বিতীয় চালানের বাকি ১০ লাখ ডোজ টিকা

চীন থেকে বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্মের দ্বিতীয় চালানের বাকি ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। রাত ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো এসে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক বিষয়টি জানিয়েছেন। এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে এই চালানের প্রথম ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছায়।

চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। ইতোমধ্যে চলতি মাসের শুরুতে চুক্তির ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে।

এছাড়াও চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

এদিকে আগামী সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি আরও ৩৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার কথা রয়েছে।

কোভ্যাক্সের আওতায় এর আগে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ ডোজ টিকা এসেছে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *