<< পাঁচ জেলার ২৬৪ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় আরও ২৬৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীতা নিশ্চিত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় দ্বিতীয় ধাপের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেয়া হয়েছে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *