<< ওমরাহ করতে পারবেন ১৮ ও তদুর্ধ বয়সী বিদেশিরা

১৮ ও তদুর্ধ নির্ধারণ করা হয়েছে বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্যও একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে, দেশটিতে বসবাসকারীদের ক্ষেত্রে ১২ বছর ও তদুর্ধ করা হয়।

হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করায় বিদেশি ওমরাহ পালনে ইচ্ছুক মুসলমানরা সংশয় মুক্ত হলেন।

সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। করোনাকালের পর প্রথম যখন ওমরাহ খুলে দেওয়া হয়েছিল তখন পঞ্চাশ বছর নির্ধারণ ছিল, এরপরে ষাট। এখন সেই সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে।

শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম এই বয়সসীমার ব্যাক্তিদের ওমরাহ পালনে কোন বাধা নেই। কোভিড-১৯ ভ্যকসিন দুই ডোজ নেওয়া থাকলে ওমরাহ ভিসার আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত কিছুদিন আগে মিসরভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছিলো, শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সিরাই ওমরাহ পালন করতে পারবেন। সংবাদটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচার হলে প্রকৃত বিষয়টি জানার জন্য বিভিন্ন দেশের মুসলমানরা অপেক্ষায় ছিলেন।

হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের এই ঘোষণার মধ্যদিয়ে বিশ্বমুসলিম সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতটির বিষয়ে তথ্যগত সমাধান পাওয়া গেল।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *