<< চীনের ৫ শহরে রেড অ্যালার্ট জারি

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চীনের ৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ায় এতথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে- দেশটির হুবেই প্রদেশে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। ওই প্রদেশের উত্তরের শহর লিউলিন ও সুইঝোতে এই প্রাণহানির ঘটনা ঘটে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রদেশটির ৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুইঝো, জিয়াংইয়াং, জিয়াগান শহর। অনেক ঘরবাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। নষ্ট হয়েছে ৮ হাজার ১১০ হেক্টর জমির ফসল। প্রায় ১৬ দশমিক ৬৭ মিলিয়ন ডলার সমমানের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত মাসে দেশটিতে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ১০০ জনের মৃত্যু হয়েছিলো।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *