<< এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস বা বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী ব্যবহার করতে পারবেন না।
 
স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. পরিমল কুমার পালের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি সারা দেশের সিভিল সার্জন বরাবর পাঠানো হয়েছে।
 
নির্দেশনায় বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৫৩৫/২০১৯ মোকদ্দমার রায় অনুসারে বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে- ডাক্তার লিখতে পারবেন না। বিএমডিসি আইন-২০১০ এর ২৯ ধারা মোতাবেক নিবন্ধনভুক্ত মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউট কর্তৃক এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ (ডা.) পদবী ব্যবহার করতে পারবেন না।
 
বিকল্প ধারার চিকিত্সা পদ্ধতির পেশাধারীরা নামের পূর্বে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান, কমপ্লিমেন্টারি ফিজিশিয়ান, ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যাকটিশনার, কমপ্লিমেন্টারি মেডিসিন প্র্যাকটিশনার- পদবী ব্যবহার করতে পারেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
 
নির্দেশনায় আরও বলা হয়েছে, আপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান রিট মামলা নং ৫৩৫/২০১১ এর রায় বহাল থাকবে মর্মে প্রতীয়মান হয়।
শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *