<< মা হতে যাওয়ার খবর জানালেন পুতুল

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দ রেজা আলীকে বিয়ের খবরটি ফেসবুকে জানিয়েছিলেন। গেলো বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন তারা। পুতুল জানিয়েছিলেন, দীর্ঘদিনের বন্ধু-সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত তিনি।

এবার তিনি জানালেন নতুন আনন্দের খবর। ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুনে এই গায়িকা দিলেন তার মা হতে যাওয়ার খবর।

পুতুল বলেন, ‘পরিবারে নতুন অতিথি আসছে। সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে কিংবা জুনের শেষেই সন্তানের মুখ দেখার অপেক্ষা করছি আমরা।’

সবার কাছে নিজের সুখের সংসার ও অনাগত সন্তানের জন্য দোয়া চেয়ে ফেসবুক পোস্টে এ গায়িকা লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী।’

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *