<< শাকিবকে নিয়ে ঝন্টুর ‘আক্রমণাত্মক’ মন্তব্য

জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে জ্যেষ্ঠ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সেই  ‘আক্রমণাত্মক’ মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে ‘গলুই’ সিনেমার পরিচালক এস এ হক অলীক বলেছেন, ‘এখানে ঝন্টু মামার (দেলোয়ার জাহান ঝন্টু) কথা বলার তো কিছু নেই। তিনি কেন এমনটা বললেন, তা সত্যিই বোধগম্য নয়।’

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। নিউইয়র্কের একটি স্টুডিওতে সম্প্রতি ‘গলুই’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন।

শাকিবের যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছিলেন,  ‘কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে…! ’

ঝন্টুর সেই মন্তব্যের বিষয়ে শাকিব খান থেকে কোনো বক্তব্য না পাওয়া গেলেও এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক এস এ হক অলীক।

অলীকের দাবি, শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়া এবং থাকার বিষয়টি ঝন্টুসহ চলচ্চিত্র নির্মাতারা ভালোভাবেই অবগত।

বুধবার সন্ধ্যায় এক গণমাধ্যমকে এস এ হক অলীক বলেন, ‘এই ছবিটা আমাদের। আমরা তো ছবিটির বিষয়ে কার কাছে কোনো অভিযোগও করিনি। ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক। তিনি (ঝন্টু) শাকিব খানকে নিয়ে এমন কথা বলার তো এখতিয়ারই রাখেন না। আমি তো বলব, শাকিব খান ‘গলুই’ সিনেমায় তার ক্যারিয়ারের সর্বোচ্চ সহযোগিতা করেছে। টানা ৩৫ দিনের আউটডোরের শুটিংয়ের শিডিউল দিয়েছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ও পরে গলুই নিয়ে শাকিব খানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়েছে এবং হচ্ছেও। যুক্তরাষ্ট্রের ডাবিংসহ সবকিছু আমরা আলোচনা করেই করছি।’

প্রসঙ্গত, গেল মাসের ১২ নভেম্বরের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান শাকিব খান। পরে ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢালিউড অ্যাওয়ার্ডেও অংশ নেন। এদিকে ইবি ক্যাটাগরিতে গ্রিনকার্ডের আবেদন করায় আরও কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন শাকিব। একই সঙ্গে সেখানে নতুন সিনেমার শুটিং করবেন বলে ঘোষণা দেন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *