<< সাপের খেলা দেখাচ্ছেন জায়েদ খান

ক্যারিয়ারের বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। এবার সাপের খেলা দেখিয়েছেন তিনি।

তার সাপের খেলা দেখানোর ছবি দেখার সঙ্গে সঙ্গে ফেসবুকে শুরু হয় ট্রোল। যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেগুলো ‘সোনার চর’ নামের একটি সিনেমার। ছবিগুলো দেখেই চলচ্চিত্র দর্শকরা গল্পটা আঁচ করতে পারছেন। তাই ২০২১ সালে এমন ছবিতে অভিনয়ের জন্য বাহবা দিচ্ছেন জায়েদকে।

বর্তমান সময়ে সাপ নিয়ে সিনেমা নির্মাণ খুব কমই হয়। কিন্তু এই সময়ের একটি সিনেমার শুটিংয়ে জায়েদ খানের হাতে দেখা গেল জলজ্যান্ত এক সাপ।

জায়েদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং একটি গানের দৃশ্যে প্রাসঙ্গিক কারণে সাপের প্রয়োজন ছিল।

তিনি আরও যোগ করেন, ‘এটা ভয়ঙ্কর একটা অনুভূতি ছিল। সাপ ধরতে হবে, এটা শুনে শুরুতে ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। পরে সাপুড়ে অভয় দেওয়ার পর ঠিকমতো শুটিং শেষ করতে পেরেছি। এটা একেবারে বাস্তবে সাপ। সাভার থেকে বেদে নিয়ে আসা হয়েছে এফডিসিতে। তারাই দিকনির্দেশনা দিয়েছেন।’

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *