<< আইফোন ১৩ কিনে শো-অফ করছেন মিমি!

বিশ্ববাজারে নতুন মডেলের আইফোন নিয়ে এসেছে অ্যাপল। যেটার মডেল আইফোন ১৩। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বাজারেও ছাড়া হয়েছে মুঠোফোনটি। এরপরই বিলাসী ব্যক্তিরা ছুটছেন অ্যাপল স্টোরে। যার যার পছন্দসই রঙে ফোনটি কিনে নিচ্ছেন।

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীও আইফোনের নতুন ভার্সনটি কিনেছেন। আর কিনেই শো-অফ করছেন এই তারকা! ইনস্টাগ্রাম স্টোরিতে মোবাইলের ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘একটু তো শো-অফ করা চলে। এটা আইফোন ১৩। ইয়েস!’

মিমির নতুন আইফোনটি কালো রঙের। সেই ফোনের সৌন্দর্য নজর জুড়ানোর জন্য যথেষ্ঠ। অবশ্য এর জন্য মোটা অংকের টাকাও খসাতে হয়েছে। ভারতের বাজারে আইফোন ১৩-এর দাম শুরু হয়েছে ৭৯ হাজার ৯০০ রুপি থেকে। তবে বিশেষত্বের ওপর নির্ভর করে দাম রয়েছে ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি পর্যন্ত।

এখন প্রশ্ন হলো, মিমি নিজের অর্থে মোবাইল ফোনটি কিনেছেন, নাকি তাকে কেউ উপহার দিয়েছে? বিষয়টি পরিষ্কার করেননি অভিনেত্রী। তাই জল্পনা রয়েই গেছে ভক্তদের মনে।

এদিকে মিমি এখন দুর্দান্ত সময় পার করছেন। হাতে রয়েছে একাধিক আলোচিত সিনেমা। সম্প্রতি শেষ করেছেন অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’-এর শুটিং। এরপরই যোগ দিয়েছেন ‘মিনি’ সিনেমার কাজে। যেটি নির্মাণ করছেন টালিউডের মেধাবী পরিচালক মৈনাক ভৌমিক।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *