<< প্রকাশ হলো ‘মানিকে মাগে হিতে’র বাংলা ভার্সন

শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও দিলেন শ্রীলংকার ‘র‌্যাপ প্রিন্সেস’ ইয়োহানি দিলোকা ডি সিলভা। আগস্টের শেষ দিক থেকে এখন পর্যন্ত নেটদুনিয়ায় ভাইরাল তার একটি গান—  ‘মানিকে মাগে হিতে’।

গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। অথচ গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা।

ইয়োহানির সিংহালি গানটির অন্তরায় বাংলা, হিন্দি, তামিল মিশিয়ে বহু গান ভাসছে নেটদুনিয়ায়। এবার ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গানটির সুরে নতুন গান গাইলেন শিল্পী অর্পণ চক্রবর্তী।  গানের নাম ‘সুকুমারী’। এ গানের সুরের সঙ্গে তিনি মেশালেন বাংলা ভাষা। ইতোমধ্যে মুক্তি পেয়েছে গানটি।

‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কী যে করি…’ – এমন লিরিকে গাওয়া গানটি সংগীতপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে।

গানটির জন্য র্যাপ করেছেন সিজি এবং গানটি লিখেছেন ও গেয়েছেন অর্পণ চক্রবর্তী। গানে ‘সুকুমারী’ হিসেবে দেখা গেছে ঋত্বিকা নাথকে।

গানটির ভিডিও তৈরির ক্ষেত্রে ক্রিয়েটিভ ডিরেক্টর আর জে মানালি বলেন, অর্পণ মূলত লোকগীতি গাইলেও অন্য গানও অনেক ভালো গায়। গানটির লিরিকও তারই লেখা। অরিজিনাল গানের থেকে সুর সংগ্রহ করলেও ‘সুকুমারী’-তে রয়েছে ষোল আনা বাঙালিয়ানা।

গানের বাংলা সংস্করণে অবশ্য ওয়েস্টার্ন ছোঁয়া রয়েছে। এর কারিগর র্যাপার সিজি।

সিজি বলেন,  ‘ভাষার গণ্ডি পেরিয়ে এ গান ছুঁয়েছিল সবার মন। নতুন এ ভার্সনও আশা করি মানুষ গ্রহণ করবে।’

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *