<< বিয়ের পর ভাইরাল ছবি নিয়ে এ কী মাহি ?

দ্বিতীয় বিয়ের পর চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে দেখা গেছে মাহিকে। মেয়েটিকে আদর করছেন তিনি।

ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করেন, মেয়েটি মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সন্তান।

এ বিষয়ে মাহি বলেন, যাকে আমার মেয়ে বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই মেয়েটি আমার এক বান্ধবীর মেয়ে। অনেকেই মনে করছেন, মেয়েটি আমার স্বামীর দ্বিতীয় পক্ষের মেয়ে।

নায়িকা বলেন, বিয়ে করেই মা হয়েছি (হাসি)। কিন্তু এখনও আমার সেই সন্তানদের সঙ্গে দেখা হয়নি। এরই মধ্যে ভাইরাল হলো, অন্যের মেয়ে আমার। আমি এখন সবাইকে কীভাবে বোঝাব ভাই, ভাইরাল হওয়া মেয়েটি আমার মেয়ে নয়।

‘আমরা সম্প্রতি আর্জেন্টিনার খেলা দেখার জন্য বান্ধবীর বাসায় গিয়েছিলাম। তখন ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম।’

আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে মাহির তোলা (বাঁ পাশে) এই ছবিটি ভাইরাল হয়েছে। ডানের ছবিতে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মাহির বর্তমান স্বামী রাকিব
আর্জেন্টিনার জার্সি গায়ে ছোট একটি মেয়ের সঙ্গে মাহির তোলা (বাঁ পাশে) এই ছবিটি ভাইরাল হয়েছে। ডানের ছবিতে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মাহির বর্তমান স্বামী রাকিব

১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে রাত ১২টা ৫ মিনিটে  গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। রাকিবের ঘরে দুই সন্তান রয়েছে।

বিয়ের আগে থেকেই রাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল নায়িকার। তবে তার সঙ্গে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করলেও রোববার তার সঙ্গেই ঘর বাঁধেন মাহি।

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *