<< ফিরেই ব্যস্ত ফারিণ, নেই শিডিউল!

গেল ঈদে প্রায় দুই ডজনের মত নাটকে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। এরমধ্যে বেশকিছু নাটক দিয়ে হয়েছেন প্রশংসিত। ঈদের পর বেশ লম্বা বিরতি নিয়ে ফিরেছেন কাজে। এরমধ্যে ফারিণ শেষ করেছেন ওটিটি প্লাটফর্মের (চরকি) একটি ওয়েব ফিল্মের কাজ, নাম ‘তিথির অসুখ’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

কাল থেকে আবার অংশ নেবেন নাটকের শুটিংয়ে। হাসিব হোসেন রাখির পরিচালনায় এখানে ফারিণের বিপরীতে থাকবেন জোভান।

জানা যায়, আজ থেকে সামনের অনেকগুলো দিন পর্যন্ত শিডিউল লকড ফারিণের। চলতি মাসেই অংশ নেবেন প্রায় ৯টির মত নাটকে। এরমধ্যে অংশ নেবেন বেশ কিছু ফটোশুটে। এরপর আবার অংশ নেবেন ওটিটি প্লাটফর্মের নতুন ওয়েবের কাজে। যেখানে অন্যান্য অনেকেই কাজে ফেরেননি কিংবা বিরতি নিয়ে নিয়ে কাজ করছেন সেখানে ফারিণের ব্যস্ততা বাড়ছে।

তাসনিয়া ফারিণ বলেন, ‘ঈদের আগে অনেক বেশি চাপ ছিলো, তার দুইদিন আগে পর্যন্ত কাজ করেছি। ঈদকে ঘিরে চেয়েছি লম্বা একটা বিরতি নিয়ে বিশ্রামে যেতে। সবাই তো ঈদের পর একটু রিফ্রেশমেন্ট নিতে চায়, আমিও তাই। ঈদের পর ‘হাউজ নং ৯৬’ এর শুটিং করলাম, এরপর ওটিটির একটা কাজ করলাম। এরপর আর কোনো শিডিউল দেইনি। এখন কাজে ফিরছি বলা যায়। এ মাসের শিডিউল দেওয়া প্রায় শেষ!’

তিনি আরও বলেন, ‘আরও আগে কাজ শুরু করার প্ল্যান ছিলো। কিন্তু আমার সহশিল্পীদের অনেকেই কাজে ফেরেননি তাই ওভাবে আমারও ডেট দেওয়া হয়নি। আর এবার অনেক ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট পেয়েছি যার কারণে বাছাই করতেও অনেক কষ্ট হয়েছে। প্রতিটা গল্পই সুন্দর। সবগুলো থেকে বেছে পছন্দমত, সুন্দর গল্পগুলোকেই সিলেক্ট করেছি এবং শিডিউল দিয়েছি। এখন দেখা যাক সামনে কি হয়!’

ওটিটি প্লাটফর্মের জন্য ‘ট্রল’, ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ও ‘নেটওয়ার্কের বাইরে’-তে কাজ করেছেন, তিনটি কাজেই প্রশংসা কুড়িয়েছেন। এ প্লাটফর্মের জন্য আশীর্বাদ হয়ে উঠেছেন, বলা যায় নাকি? ফারিণের উত্তর, ‘এটা আসলেই দারুণ ভালো লাগার যে, ওটিটিতে আমার তিনটি কাজই দারুণ প্রশংসিত হয়েছে। এদিক থেকে আমি অনেক সৌভাগ্যবতী। নির্মাতারাও আমাকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। অনেক অনেক প্রস্তাব আসছে ওটিটির জন্য। আমি চেষ্টা করছি বেছে বেছে সুন্দর কাজগুলো করার জন্য।’

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *