<< অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অর্ধেক জনবল দিয়ে ব্যাংক চালানোর সময়সীমা আরও ১৪ দিন বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত এক নতুন নির্দেশনায়য় একথা বলা হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২৪ জানুয়ারি ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং-০৪ এ প্রদত্ত সকল নির্দেশনার সময়সীমা ৭ ফেব্রুয়ারি থে‌কে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

২৪ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়, করোনার বিস্তার রোধে সরকারের দেওয়া বিধি-নিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কাজ চালাতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি করবেন। ব্যাংকে সেবা নি‌তে আসা গ্রাহকদের অবশ্যই মাস্ক পর‌তে হ‌বে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *