<< চিনির বাজার স্থিতিশীল রাখতে দাম নির্ধারণ করে দিল সরকার

চিনির বাজার স্থিতিশীল রাখতে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা কেজিতে বিক্রি হবে।

সচিবালয়ে বৃহস্পতিবার মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, ‘চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।

বাজারে নতুন দামে শুক্রবার থেকে চিনি বিক্রি হবে বলে জানান সফিকুজ্জামান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর খুচরা বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১২৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর বোতলজাত প্রতি ৫ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ ৭২৮ টাকা এবং খোলা প্রতি লিটার পাম সুপার ওয়েলের দাম ১১৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

বৈঠকে চিনি বিপণনকারী সিটি, মেঘনা, দেশবন্ধু গ্রুপসহ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করলে অনুপ্রাণিত হবো...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *